রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সনাতন বিদ্যার্থী সংসদ কুবির নতুন কমিটি গঠন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন বিদ্যার্থী সংসদ এর নতুন কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন শ্রী অজয় চন্দ্র বর্মন এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রী দ্বীপ চৌধুরী। তারা আগামী এক বছরের জন্য এই কমিটির দ্বায়িত্ব পালন করবে।

রবিবার (২৯ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীকুশল বরণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্রী সুমন কুমার দাস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

নব-সভাপতি অজয় চন্দ্র বর্মন বলেন, ‘নতুন কমিটিতে সভাপতি হয়েছি এটা আমার কাছে অনেক আনন্দের সাথে দায়িত্বেরও। প্রথম কমিটি হওয়ার পর দীর্ঘদিন আর কোন কমিটি দেওয়া হয়নি। এতে সংগঠন এর কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। সনাতন বিদার্থী সংসদ সনাতন বিদ্যার্থী সংসদ ঋত-ঋদ্ধির পথে এই স্লোগান কে নিয়ে কার্যক্রম করে।’

তিনি আরো বলেন, ‘সনাতন বিদ্যার্থী সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল একটি স্বতন্ত্র, ধর্মীয়-সামাজিক, সেবাব্রতী সংগঠন। এই সংগঠন এর মাধ্যমে সাপ্তাহিক ধর্মচক্রে নিয়মিত অংশগ্রহণ করে সনাতনী শিক্ষার্থীরা ধর্ম সম্পর্কে অনেক কিছু জানবে।’

নব্য সাধারন সম্পাদক দ্বীপ চৌধুরী বলেন, ‘সনাতন বিদ্যার্থী সংসদ হচ্ছে সনাতনী শিক্ষার্থীদের নিয়ে তাদের জন্যে সংগঠিত একটা সনাতনী সংগঠন। সংগঠনটি সনাতনীদের বিভিন্ন কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং ধর্ম বহির্ভূত কার্যকলাপগুলো পরিত্যাগের মাধ্যমে থেকে বেদ-বেদান্ত চর্চা, সর্বোপরি আক্ষরিক ধর্মীয় ঐতিহ্য এবং সংস্কৃতি লালনের মধ্য দিয়ে একটি আদর্শ এবং পরোপকারী জীবনবোধ গড়ে তোলার পাশাপাশি সকলকে অধিকার সচেতন, জাগতিক ও পারমার্থিক কল্যাণ সাধনে তৈরি করে তোলার জন্য কাজ করে।’

উল্লেখ্য, ‘বাংলাদেশে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, ধর্মের নামে সকল প্রকার সামাজিক কুসংস্কার ও অনাচার দূরীভূত করা এবং সনাতন ধর্মাবলম্বীদের মানবাধিকার রক্ষা এবং জাগতিক ও পারমার্থিক কল্যাণ’ কে সামনে রেখে ২০১০ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর সনাতন বিদ্যার্থী সংসদ প্রতিষ্ঠা লাভ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি