বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপি নেতা সোহেল-হেলাল-সপুসহ ১৪ জনের কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ১৪ জনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।

পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার করা মামলায় এ দণ্ড দেওয়া হয়।
হাবিব-উন-নবী খান সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ সাতজনের ২ বছর ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত ২০১৩ সালে দায়ের করা মামলায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন- সালেহ ইসলাম সুমন, সুমন, শাহিন, বেল্লাল হোসেন, মো. জাকির হোসেন, আনোয়াজ্জামান আনোয়ার ও আবু বকর সিদ্দিক।

রায়ে একই সঙ্গে কারাগারে থাকা এ আসামিকে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত; যা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় নীরবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে পাঠানো হয়। অপর ছয় আসামি জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তারা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। চলতি বছর ৪ মার্চ বিকাল ৪টায় নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি