সোমবার,১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেনীতে নাশকতা মামলায়: দুই যুবদল নেতা গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন নাশকতা মামলায় জড়িত দুই যুবদল নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এ ছাড়া জেলা জামায়াতের আমিরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বিজয়সিংহ ফরিদের পোল্ট্রি ফার্মের দক্ষিণ পাশ থেকে পেট্রল বোমা ও ককটেলসহ তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ফেনী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার এবং ফেনী পৌর যুবদল নেতা আবুল কালাম আজাদ স্বপন প্রকাশ মেট স্বপন। স্বপন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বড় বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, গত রবিবার রাতে মহিপালে সুগন্ধা পরিবহনে আগুন দেওয়ার সাথে তারা জড়িত ছিল-এমন একাধিক তথ্য পুলিশের হাতে রয়েছে। গ্রেফতার ব্যক্তিরা নিজে ও তাদের বাহিনী দিয়ে শহর ও জেলাব্যাপী নাশকতা করে বেড়াতো।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের নামে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের কাছ থেকে ২টি পেট্রল বোমা, ৩টি ককটেল, একটি ব্যাগে ভরা ১২টি ইটের টুকরা ও ৮টি গাছের ঢালের লাঠি উদ্ধার করা হয়। তাদের নামে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে। ফেনীর বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগের সাথে তারা জড়িত ছিলো বলে তথ্য রয়েছে।

এ ছাড়াও জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে সকালে ফেনীতে বিক্ষোভ মিছিল করে ফেরার পথে জেলা জামায়াতের আমির একেএম সামছুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা রয়েছে। সাম্প্রতিক হরতাল ও অবরোধে নাশকতা করার বিষয়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি