ফেনীর ফুলগাজীতে পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
শনিবার সকাল ৯টার দিকে ফুলগাজী-ছাগলনাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চালক সাইফুল ইসলাম (২২) ও আনাস (৮ মাস বয়সি শিশু)। আহতরা হলেন— একরামুল হক, তার স্ত্রী শারমিন আক্তার ও ছেলে আছিম হক।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা একরামুল হক পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের বাইপাস সড়কে শনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ফুলগাজী থানার উপপরিদর্শক ওমর ফারুক জানান, পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আনাস ও চালক সাইফুলকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।