বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » হাল্ট প্রাইজ কুবির উদ্যোগে “নেটওয়ার্কিং এন্ড পার্সোনাল ব্যান্ডিং” শীর্ষক সেশন অনুষ্ঠিত


হাল্ট প্রাইজ কুবির উদ্যোগে “নেটওয়ার্কিং এন্ড পার্সোনাল ব্যান্ডিং” শীর্ষক সেশন অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০২৩

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক প্রতিযোগিতার অন ক্যাম্পাস সংস্থা হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “নেটওয়ার্কিং এন্ড পার্সোনাল ব্যান্ডিং” শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে এই সেশনটি অনুষ্ঠিত হয়।

সেশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট ট্রেইনার ডন সামডানি। এছাড়া উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১২০ জন শিক্ষার্থী।

সেশনে শিক্ষার্থীদেরকে কীভাবে নেটওয়ার্কিং করতে হবে সেসব বিষয় আলোচনার পাশাপাশি একজন শিক্ষার্থী চাকরি জীবনে যাওয়ার আগে কীভাবে নিজেকে তৈরি করবেন এবং নিজেকে কীভাবে ব্র্যান্ডিং করবেন এ সম্পর্কে আলোচনা করেন প্রধান বক্তা ডন সামডানি । এছাড়া তিনি কীভাবে একজন নিজের ব্র্যান্ডিং করবে সে সম্পর্কেও আলোচনা করেন।

সেশন সম্পর্কে হাল্ট প্রাইজ, কুবির ক্যাম্পাস ডিরেক্টর সুমাইয়া কবির বলেন, ‘আজকের এই সেশন আয়োজন করা হয়েছে মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন হাল্ট প্রাইজের এই বছরের যে চ্যালেঞ্জ সেটি সম্পর্কে জানতে পারে। পাশাপাশি আমাদের বক্তা নেটওয়ার্কিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে আলোচনা করেছেন, সময়ের স্বল্পতার কারণে সেশনটি কম সময়ে শেষ হয়েছে তবে পরবর্তী অন্য সেশনে ডন সামডানি ভাইয়াকে নিয়ে আসা হবে এবং সে সেশনে ফ্রীতে সকলে যুক্ত হতে পারবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি