বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভোক্তাপর্যায়ে ফের বাড়ল এলপিজির গ্যাসের দাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪০৪ টাকা লাগবে। এই গ্যাসের আগের দাম ছিল ১ হাজার ৩৮১ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৩ টাকা।

আজ রবিবার বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এক মাসের ব্যবধানে ফের এলপি গ্যাসের দাম বাড়ল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি