ডেস্ক রিপোর্ট:
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাদরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর কাদরা গ্রামের এ ঘটনা ঘটে। ওই গ্রামের আনোয়ারুল আজিম সোহেলের মেয়ে রাইসা আক্তার।
রাইসার পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী জিয়া উদ্দিন বলেন, সকালে রাইসাকে নিয়ে পুকুর ঘাটে কাজ করতে যান তার মা। ঘাটে মেয়েকে বসিয়ে কাজ করছিলেন মা। কিছু একটা আনতে বাড়িতে আসেন তিনি। পরে গিয়ে দেখেন মেয়ে ঘাটে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে পানিতে রাইসাকে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।