মঙ্গলবার,৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি রাজি ফখরুল যা বললেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২৩

স্টাফ রিপোর্টার :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেবিদ্বারের নৌকা প্রতীকের সমর্থনকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেবিদ্বারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই সুন্দর পরিবেশ নষ্ট করতে একটি মহল তৎপর।

আমার সকল নেতাকর্মীদের প্রতি কোন প্রার্থীকে নিয়ে বিরুপ মন্তব্য কিংবা কাউকে উদ্দেশ্য করে কোন হুমকি না দেওয়ার আহবান করা হলো। এগুলো স্পষ্টত নির্বাচনী আইনের লঙ্ঘন।

পরিস্থিতি অবনতি হয় এমন কোন সাংঘর্ষিক কাজে তথা নির্বাচনী আইন ভঙ্গ হয় এমন কোন কাজে কেউ জড়াবেন না। সকলের সহনশীল ভূমিকা প্রত্যাশা করছি। আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। নোংরা ও কুটকৌশল অবলম্বন করে প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতিকে আমি ঘৃণা করি। আমার বিশ্বাস দেবিদ্বারবাসি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে আমাকে পুনরায় নির্বাচিত করবেন।

প্রতিপক্ষ যদি কোন বিশৃঙ্খলা কিংবা অনৈতিক কাজে জড়িত হয় তাহলে তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন, যেন নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়।

আবারও সকলকে সংযত ও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি