বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ইংরেজি দৈনিক দ্য নিউ নেশনের প্রকাশক ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

ব্যারিস্টার মইনুলের জুনিয়র ব্যারিস্টার হাসান এম এস আজিজ তার সিনিয়রের মারা যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার মইনুল। শনিবার সন্ধ্যা ৬টার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এ সরকারের উপদেষ্টা হিসেবে তিনি তথ্য, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

ব্যারিস্টার মইনুল বিখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে। তিনি ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপর লন্ডনের মিডল টেম্পলে আইনবিষয়ক পড়ালেখা করেন ব্যারিস্টার মইনুল। তিনি ১৯৬৫ সালে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি