বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তৃতীয়বারের মতো কুবির মঞ্চ মাতাবে ‘সরলা’


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০২৩

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তৃতীয়বারের মতো আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জনপ্রিয় দেশীয় সংগীত ব্যান্ড ‘সরলা’৷

আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ‘একাউন্টিং ক্লাব’-র উদ্যোগে আয়োজিত ‘এয়াইএস কার্নিভাল-২০২৩’ অনুষ্ঠানে দেখা যাবে সংগীত ব্যান্ড সরলাকে।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা থেকে শুরু হবে এ অনুষ্ঠান। এ বিষয়ে একাউন্টটিং ক্লাবের সাধারণ সম্পাদক প্রীতম সেন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ব্যান্ডদলটি এর আগেও আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করেছে। তাদের বাংলা লোকসংগীতগুলো এতো সুন্দরভাবে পরিবেশন করে যা সকলেরই ভালো লাগার মতো। তাদের মন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাদের প্রোগ্রামটি আরও সুন্দর হবে বলে প্রত্যাশা।’

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন কর্তৃক আয়োজিত নবান্ন উৎসবে প্রথমবার এবং চলতি বছরের গত ৩০ জুলাই কুবি সাইক্লিস্ট কর্তৃক আয়োজিত এক ফটো কন্টেস্টে দ্বিতীয়বার সরলা কুবিতে আসে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি