বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০২৩


ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় ঘন কুয়াশার কারণে চাঁদপুরগামী এমভি রফ রফ-৭ লঞ্চের সঙ্গে পটুয়াখালী থেকে ঢাকাগামী এমভি এআর খান-১ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রফ রফ লঞ্চের একপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন চাঁদপুর নৌ-ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক শাহ আলম।

তিনি বলেন, রফ রফ লঞ্চটি ধাক্কা লেগে সামান্য ক্ষতিগ্রস্ত হলেও, কেউ হতাহত হয়নি।

অপরদিকে, একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীর মিয়ার চর নামক স্থানে ঢাকাগামী এমভি সুরভী-৮ লঞ্চের সাথে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী টিপু-১৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভোলা চরফ্যাশনের মো. সোহেল (৩৫) নামে এক যাত্রী নিহত হন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নৌ-নিরাপত্তা বিভাগের উপ-পরিচালক মো. বশির আলী খান বলেন, সুরভী-৮ ও টিপু-১৪ নামক লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু ঘটনাটি ভোলা এলাকার, তাই সেখান থেকেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. বশির আলী খান বলেন, ঘন কুয়াশার কারণে লঞ্চ দুর্ঘটনা বেড়ে যাওয়ায় চাঁদপুর লঞ্চঘাটে অবস্থানরত লঞ্চ চালক ও মাস্টারদের একত্রিত করে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি তাদের ঘন কুয়াশার মধ্যে লঞ্চ থামিয়ে রাখা এবং কোনোভাবেই যাতে লঞ্চ চলাচল না করে, এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি