রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা গেছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বলছে, রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ আর আমাদের মধ্যে নেই। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি … ।”

৯১ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুর পর শেখ নওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে শপথ গ্রহণ করেছিলেন।

এর আগে গত ২৯ নভেম্বর কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবেরকে হাসপাতালে ভর্তি করা হয়। কুয়েতের এক কর্মকর্তার বরাত দিয়ে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা তখন জানিয়েছিলো, আমিরকে ‘প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষার জন্য’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আল-সাবাহ পরিবারের মধ্যে জনপ্রিয়, বিনয়ের জন্য তার খ্যাতি রয়েছে আমিরের। সদা বিনয়ী আর সাদামাটা জীবনযাপনের জন্য তার বেশ সুনামও রয়েছে।

শেখ নওয়াফ কুয়েতের আমির হিসেবে শপথগ্রহণ করেন ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। ৯১ বছর বয়সী সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

ক্ষমতায় আসার কয়েক দশক আগে থেকেই কুয়েতের সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে কুয়েতের আমিরের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ১৯৯০ সালে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ইরাকি সৈন্যদের হামলার সময় তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি