রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার লাকসামে নতুন টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে নতুন বসানো টিউবওয়েল দিয়ে গ্যাস বের হচ্ছে। তাতে দিয়াশলাইয়ের জলন্ত কাঠি ধরলে আগুন জ্বলছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটার পূর্বপাড়া আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আবুল কালামের বাড়িতে গতকাল সকালে নতুন টিউবওয়েল বসানো হয়। কাজ শেষ হলে দুপুর ১২টার দিকে হঠাৎ অনর্গল পানি বের হতে থাকে। এরসঙ্গে টিউবওয়েলের মুখ দিয়ে গ্যাসও বের হয়। এসময় স্থানীয়রা দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা আবুল কালামের বাড়িতে ভিড় জমান।

বাড়ির মালিক আবুল কালাম বলেন, ‘আমার ভাগিনাকে থাকার জন্য এ জায়গা দিয়েছি। তারা এখানে ঘর উঠাইছে। কল মিস্ত্রিরা টিউবওয়েলটি বসায়। কাজ শেষ করার পর দেখা যায় কোনো প্রকার প্রেসার ছাইড়াই নিজে নিজে অনর্গল পানি পড়ছে। সঙ্গে গ্যাসও বেরুচ্ছে টিউবওয়েলের মুখ দিয়ে। এসময় ছেলেরা গ্যাসের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে।’

ওই গ্রামের আবদুল্লাহ বলেন, ‘টিউবওয়েল মিস্ত্রিরা গ্যাস উঠতে দেখে বলেছেন ৫-৭ দিন পর বোঝা যাবে গ্যাসের অবস্থা।’

একই গ্রামের মহিন উদ্দিন বলেন, ‘টিউবওয়েল বসানোর পর পানি উঠতে থাকায় উৎসুক লোকজনের ভিড় জমে যায়। পানির পাশাপাশি গ্যাসের গন্ধ ও শব্দ পাওয়ায় একজন দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে অনর্গল আগুন জ্বলতে থাকে। আমরা বাজার থেকে রাতে ফিরে দেখি টিউবওয়েলে অনবরত আগুন জ্বলছে।’

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি