বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইন্দোনেশিয়ায় নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০২৩


আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার একটি নিকেল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৮ জন। আজ রবিবার ভোর সাড়ে পাঁচটার সময় এই বিস্ফোরণ ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পরিশোধন কেন্দ্রটি চীনা অর্থায়নে পরিচালিত হতো। নিহতদের মধ্যে আটজন ইন্দোনেশীয় ও পাঁচজন চীনা কর্মী।

দেশটির সুলাওয়েসি দ্বীপে প্রচুর নিকেল পরিশোধন হয়। গাড়ির ব্যাটারি ও স্টেইনলেস স্টিল তৈরিতে এই ধাতু ব্যবহার করা হয়।

প্রতিষ্ঠানের মুখপাত্র এক বিবৃতিতে বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। তবে কোনো কারণ নিশ্চিত তিনি। প্রথমে নিহতের কথা ১২ জন বলা হলেও পরবর্তী সময়ে জানানো হয় এই দুর্ঘটনায় মোট ১৩ জন নিহত হয়েছেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি চুল্লির মেরামত কাজের সময় সেখানে দাহ্য তরল ঢুকে পড়ে এবং অক্সিজেন ট্যাংকের সংস্পর্শে আসার পর বিস্ফোরণ ঘটেছে। রবিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকমীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি