মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আগামী ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে মাঠে নামবে বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী


আগামী ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে মাঠে নামবে বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০২৩


ডেস্ক রিপোর্ট:

নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ২৯ তারিখ থেকে খুব সম্ভবত আমি যতটুকু জানি… বিজিবি মাঠে চলে আসবে। বিজিবির পরপরই আর্মি চলে আসবে। কাজেই আপনারা যে সমস্ত আশঙ্কা করছেন এবং যেগুলো দেখছেন, সেসব পরিস্থিতি আরও শান্ত হয়ে সুন্দর পরিস্থিতির সৃষ্টি হবে।’

নির্বাচন ঘিরে সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সবসময় মনিটরিং করছে। যাকে মনে করছে বদলাতে হবে, আমাদের কাছে লিস্ট পাঠাচ্ছে, তাৎক্ষণিক তাকে পাল্টে দেওয়া হচ্ছে। এটা নির্বাচন কমিশন সবসময় করে, সেই অনুযায়ী করে দেওয়া হয়েছে।’

এখন পর্যন্ত সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব। যে দুয়েকটি ঘটনা ঘটে গেছে… তাতে জড়িতদের চিহ্নিত করে জড়িতদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

‘নির্বাচন এলে একটা উত্তেজনা ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। যার যার প্রার্থীকে জয়ী করতেই হবে, এরকম একটা ভাব চলে আসে প্রার্থী ও সমর্থকদের। সেই সময় বাগবিতণ্ডা ও কিছু একটা হয়।’

জনগণ বিএনপির কর্মসূচি বিশ্বাস করে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো বলেছি জনগণ এগুলো বিশ্বাস করে না। জনগণ এগুলো মানছেও না।’

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের প্রার্থীরা বেশি আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নেতাকর্মীরা তাদের প্রার্থীকে পাস করানোর জন্য হয়ত অনেক কিছু করেন। প্রার্থীরা নিজেরাও হয়ত জানেন না, এমন ঘটনাও ঘটে। বিশেষ করে নতুন যারা আসছেন, তাদের মধ্যে আচরণবিধি ভাঙার হার অনেক বেশি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি