ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৬০) পরিচয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে বৃদ্ধের লাশটি হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
এর আগে ২৫ ডিসেম্বর রাতে সরাইল বিশ্বরোডস্থ মুর্মুষ অবস্থায় এক ব্যক্তি অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, গত সোমবার রাতে এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলে বুধবার রাতে ওই বৃদ্ধ মারা যান।
ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গার প্রিন্ট নিতে বলা হয়েছে।