বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউক্রেনে ব্যাপকহারে দেড় শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০২৩


ডেস্ক রিপোর্ট:

বিপদ যেন পিছু ছাড়ছে না ইউক্রেনের। একদিকে মার্কিন সহায়তার শেষ পর্ব পেয়েছে দেশটি। অন্যদিকে তাদের সমর্থন নিয়ে দুঃসংবাদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে পথে বসতে চলেছে ইউরোপ। এমন পরিস্থিতির মাঝে ইউক্রেনে ব্যাপকহারে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক তথ্যমতে রাশিয়া ইউক্রেনে ১৫৮টি বিমান হামলা চালিয়েছে। যুদ্ধের পর দেশটিতে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা।

ইউক্রেনের আর্মড ফোর্সের কমান্ডার ইন চিফ ভালেরি জালুঝিনি বলেন, রাশিয়া প্রথাগতভাবে হামলার একই পদ্ধতি অবলম্বন করেছে। তবে এ হামলায় প্রথমবারের মতো ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এ ড্রোনের মাধ্যমেই তারা ব্যাপক হামলা চালিয়েছে।

রাশিয়ার এ হামলায় ৫৫টি ক্রুজ মিসাইল, ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাঁচটি অ্যারোব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এছাড়া হামলায় তারা ব্যাপকসংখ্যক এন্টি রাডার মিসাইলও নিক্ষেপ করেছে।

কামান্ডার ইন চিফ ভালেরি জালুঝিনি জানান, রাশিয়ার ছোড়া হামলার মধ্যে ৩৬টি ড্রোন রয়েছে। যারমধ্যে ২৭টি তারা ভূপাতিত করেছে। এছাড়া ৮৭টি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করার দাবি করেছে দেশটি।

এর আগে গত সোমবার (২৬ ডিসেম্বর) ইউক্রেনের পূর্বাঞ্চলের মেরিঙ্কা শহর রুশ সেনাবাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে মস্কোর এমন দাবি তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে কিয়েভ।

দোনেৎস্ক শহর থেকে মাত্র প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মেরিঙ্কা। আয়তনে খুব ছোট হলেও কৌশলগত দিক দিয়ে এর বেশ গুরুত্ব রয়েছে। শহরটি দখল করার বিষয়ে রাশিয়ার দাবি সত্য হলে গত মে মাসের পর এটি হবে মস্কোর সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন। মে মাসে ইউক্রেনীয় শহর বাখমুত দখল করেছিল রুশ বাহিনী।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, আমাদের অ্যাসাল্ট ইউনিট আজকে (গতকাল) মেরিঙ্কা শহরকে পুরোপুরি দখলদার মুক্ত করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি