বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড, আপিলের শর্তে জামিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০২৪

ডেস্ক রিপোর্ট:

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির ৬ মাস করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘আসামিপক্ষ এক নম্বর আসামির বিষয়ে প্রশংসাসূচক বক্তব্য উপস্থাপন করেছেন। যেখানে তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেল জয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলেছেন। কিন্তু এ আদালতে নোবেলজয়ী ইউনূসের বিচার হচ্ছে না। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে বিচার করেছে। সাক্ষ্য প্রদানে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত। আসামিরা শ্রম আইনের ৪,৭ ও ৮ ধারা লঙ্ঘন করেছেন। তাই আসামিদের ৬ মাস করে কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হলো।’

রায় ঘোষণার সময় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

আজ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামি দুপুর ১টা ৪৫ মিনিটে আদালতে হাজির হন। রায় ঘোষণার সময় তিনি আদালতে দাড়িয়ে ছিলেন। দুপুর ২টা ১২ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক এজলাসে আসেন। পরে দুপুর ২টা ১৫ মিনিটে বিচারক মোট ৮৪ পৃষ্ঠার রায়ের মূল অংশ পড়া শুরু করেন। রায় ঘোষণার সময় আলোকচিত্রী শহিদুল আলম, তার স্ত্রী একটিভিস্ট রেহনুমা আহমেদ, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, ব্যারিস্টার সারা হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

ড. ইউনূসের রায় ঘোষণাকে কেন্দ্র করে শ্রম আদালত ও আদালত চত্বরের আশেপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রায়ের সংবাদ সংগ্রহের জন্য রায় ঘোষণার এক ঘণ্টা আগেই দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা ভিড় জমান।

একই আদালত গত ২৪ ডিসেম্বর মামলায় যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার এই দিন ধার্য করেছিলেন। মামলায় গত ৬ জুন ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন আসামিরা। সর্বশেষ আপিল বিভাগ গত ২০ আগস্ট তাদের আবেদন খারিজ করে দেন। ফলে আদালত গত ২২ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু করে গত ২ নভেম্বর তা শেষ করেন। সেখানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চারজন কর্মকর্তা সাক্ষ্য প্রদান করেন।

এরপর গত ৯ নভেম্বর আত্মপক্ষ শুনানিতে ড. মুহাম্মদ ইউনূস নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমি সম্পূর্ণ নির্দোষ।’ এ সময় অপর আসামিরাও তাদের নির্দোষ দাবি করেন। পরে গত ১৭ নভেম্বর থেকে যুক্তিতর্ক শুনানি শুরু হয়ে যা গত ২৪ ডিসেম্বর শেষ হয়।

আদালতে ড. ইউনুসসহ ৪ আসামির পক্ষে আইনজীবী আবদুল্লাহ আল মামুন শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন।

মামলায় অভিযোগে বলা হয়, শ্রম আইন ও বাংলাদেশ শ্রম বিধিমালা অনুযায়ী গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরিসহ বাৎসরিক ছুটি দেওয়া, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেওয়া হয় না। উক্ত অভিযোগে শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

অভিযোগের জবাবে আত্মপক্ষ সমর্থন করে গত ৯ নভেম্বর ড. ইউনূসসহ চারজন বিবাদী লিখিতভাবে আদালতকে বলেছেন, গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় নিজস্ব নীতিমালা অনুযায়ী। কারণ গ্রামীণ টেলিকম যেসব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে সেগুলো চুক্তিভিত্তিক। তবে গ্রামীণ টেলিকমের সব কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ী কর্মীর মতো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ও অবসরকালীন ছুটি দেওয়া হয়ে থাকে। মামলায় নিয়োগ স্থায়ী না করার যে অভিযোগ আনা হয়েছে, তা প্রশাসনিক ও দেওয়ানি মামলার বিষয়।

আদালতে দেওয়া লিখিত বক্তব্যে আরও বলা হয়, গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী একটি অলাভজনক প্রতিষ্ঠানপ্রাঙ্গণে আসেন। বেলা ১টা ৪৫ মিনিটের দিকে তিনি আদালত কক্ষে প্রবেশ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি