বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হুথিদের অস্ত্র জব্দের অভিযানে গিয়ে ২ মার্কিন কমান্ডো নিখোঁজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা ও হামলার মধ্যেই এবার অস্ত্রের চালান জব্দে অভিযান চালাতে গিয়ে নিখোঁজ হলেন মার্কিন নেভি সিলসের দুই কমান্ডো। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ইরানের তৈরি ওই অস্ত্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের কাছে পাঠানো হচ্ছিলো।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলে, সোমালিয়া উপকূলের কাছে গত বৃহস্পতিবার রাতে আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান চালায় নেভি সিলস। অভিযানটি গত বৃহস্পতিবার চালানো হলেও নেভি সিলসের দুই কমান্ডোর নিখোঁজের তথ্য এখন জানানো হলো। যদিও এ নিয়ে হুথি বিদ্রোহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার সোমালিয়া উপকূলের কাছে চালানো অভিযানটিতে নেভি সিলসের এই দুই কমান্ডো যুক্ত ছিলেন। অভিযানে হুথিদের কাছে যাওয়ার পথে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের অংশসহ অন্যান্য অস্ত্রের চালান জব্দ করা হয়। এসব অস্ত্র বহনকারী ছোট একটি নৌযানও জব্দ করা হয়।

এদিকে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না বলে জানিয়েছে আমেরিকা। মঙ্গলবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এ কথা বলেন। তিনি বলেন, আমরা সংঘাত প্রসারিত করতে চাইছি না। হুথিদের এমন ইচ্ছা আছে, তবে তাদের কাছে এখনও সঠিক পথ বেছে নেওয়ার সময় রয়েছে। আর তা হচ্ছে বেপরোয়া হামলা বন্ধ করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি