মঙ্গলবার,৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএমডিসি চিকিৎসকদের যে নির্দেশনা দিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০২৪


ডেস্ক রিপোর্ট:

চিকিৎসকদের থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ চেয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আগামী ৩১ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ অনলাইনে আপলোড করতে বলেছে প্রতিষ্ঠানটি।

রোববার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মেডিকেল-ডেন্টাল চিকিৎসক হিসেবে চূড়ান্ত নিবন্ধন প্রাপ্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে আবেদনকারী এবং ইতোমধ্যে মেডিকেল/ডেন্টাল চিকিৎসক হিসেবে নিবন্ধনপ্রাপ্ত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত পত্রের মাধ্যমে আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও বলা হয়েছে, চূড়ান্ত নিবন্ধনপ্রাপ্ত মেডিকেল/ডেন্টাল চিকিৎসকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে এবং চূড়ান্ত নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদনকারীকে আবেদনের ফি জমাদানপূর্বক বিএমঅ্যান্ডডিসি অনলাইন পেমেন্ট সিস্টেমে নিম্নোক্ত ডকুমেন্টগুলো আপলোড করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডকুমেন্টস

১. ই-টিআইএন (e-TIN) সার্টিফিকেট ২. বিগত অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ।

অনলাইন পেমেন্ট সিস্টেমের লিঙ্ক- https://payment.bmdc.org.bd

ই-টিআইএন প্রাপ্তির লিঙ্ক- https://secure.incometax.gov.bd/TINHome

ই-রিটার্ন জমাদানের লিঙ্ক- https://etaxnbr.gov.bd/



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি