শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » গ্রহণযোগ্যতা হারাচ্ছে ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট: রোনালদো


গ্রহণযোগ্যতা হারাচ্ছে ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট: রোনালদো


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০২৪

স্পোর্টস ডেস্ক:

২০১৫ সালে গোল্ডেন বুট পুরস্কার জিতে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, ‘ব্যালন ডি’অর জেতার চেয়ে গোল্ডেন বুট জেতা ভালো।’ সেবার ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। তখন রোনালদোর এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

সেই ঘটনার অনেক বছর পর এবার ‘ব্যালন ডি’অর’সহ ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার নিয়েও তোপ দাগলেন রোনালদো। আল-নাসর তারকা বলেছেন, ‘ব্যালন ডি’অর এবং দ্য বেস্ট গ্রহণযোগ্যতা হারাচ্ছে। বাস্তব জিনিস হচ্ছে নম্বর।’

ঘটনাক্রমে এবার এই দুইটি পুরস্কারই জিতেছেন লিওনেল মেসি। আর এই পুরস্কার অনুষ্ঠান দেখেননি রোনালদো। তিনি দাবি করেছেন, কীভাবে এসব পুরস্কারের জন্য আয়োজকরা কাজ করেন সেসবে অভ্যস্ত তিনি।

গ্লোব সকারের ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ পাওয়ার কয়েক ঘণ্টা পরই এমন দাবি করলেন আল-নাসর তারকা রোনালদো। ২০২৩ সালে সর্বোচ্চ ৫৪ গোল করার কারণে ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ পান সিআরসেভেন।

দ্য রেকর্ডকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘আমাদেরকে পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে। আমি এটা বলছি না যে মেসি (লিওনেল) এই পুরস্কারের যোগ্য নন, বা হল্যান্ড, এমনকি এমবাপ্পে। সহজভাবে বলতে গেলে এই পুরস্কারে আর আমি বিশ্বাস করি না। এটি নয় যে আমি গ্লোব সকারে জিতেছি বলে বলছি, কিন্তু এটি সত্য যে তারা সংখ্যা দেখেছে এবং প্রতারণা করেছি।’

রোনালদো আরও বলেন, ‘তারা এই ট্রফিটি (গ্লোব সকারের অ্যাওয়ার্ড) আমার থেকে কেড়ে নেয়নি কারণ এটি একটি বাস্তবতা। আমি খুব খুশি কারণ সংখ্যাগুলো সত্য।’

আল-নাসরে খেলা এই তারকা আরও বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগালে কী হয়েছে, সেটির ওপর ভিত্তি করে মানুষ ভেবেছে আমি হারিয়ে গেছি। কিন্তু সত্যিটা হচ্ছে, আমি মনোযোগী হয়েছি এবং আল-নাসরের হয়ে দারুণ একটি সময় কাটিয়েছি। এ কারণেই ৫৪ গোল করেছি আমি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি