মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অবৈধ ২৭ হাসপাতাল-ক্লিনিক বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২৪


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীসহ উপজেলাগুলোতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ব্লাড ব্যাংকে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এসব অভিযান পরিচালিত হয়।

কুমিল্লা সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনাকালে কালির বাজার ইউনিয়নের কালির বাজার মডেল হাসপাতালটিকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক লিটন দেবনাথকে অবৈধভাবে ফার্মেসি, অপারেশন, রোগী ভর্তি, রক্ত সঞ্চালন, অনুমোদনবিহীন রক্ত পরীক্ষা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়সহ নিজেই চিকিৎসক সেজে রোগীদের প্রেসক্রিপশন প্যাডে চিকিৎসাসেবা দেওয়ায় তাৎক্ষণিক গ্রেপ্তার করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন আদর্শ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা। ইউএইচএফপিও ডা. আহমেদ মঞ্জুরুল ইসলাম, কুমিল্লা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মো. আমিরুল ইসলাম, হেলথ ইন্সপেক্টর জীবন চক্রবর্তী ও স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কোনো অসঙ্গতি পেলে উপজেলা প্রশাসনকে জানানো হচ্ছে। আমরা আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নিচ্ছি, প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ মঞ্জুরুল ইসলাম জানায়, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রীর সকল আদেশ বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগ সদা প্রস্তুত। কুমিল্লার আদর্শ সদরে প্রতি মঙ্গলবার জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি বিষয়ক অভিযোগসমূহ উপজেলা স্বাস্থ্য অফিসে সরাসরি দাখিল এবং গণশুনানির ব্যবস্থা রয়েছে। বিধি মোতাবেক সকল কার্যক্রম পরিচালিত হবে এবং বেসরকারি পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য অফিস, গ্রামীণ কল্যাণ জাগুল ঝুলি স্বাস্থ্যকেন্দ্রটির পরিদর্শনের আবেদনের ভিত্তিতে পুনঃপরিদর্শনে গিয়ে সেখানে পরিচালিত ফার্মেসিটির নিবন্ধন না থাকায় তা বন্ধ করা হয়।

লাইসেন্সবিহীন এসব অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযানে নামতে কুমিল্লায় ১০৭টি হাসপাতালের তালিকা করছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর আগে বেশ কয়েক দফা অভিযান শুরু হলেও তা ঝিমিয়ে পড়েছিল। নানামুখী তদবিরে মুখ থুবড়ে পড়ে এসব অভিযান। তবে, সম্প্রতি আবারো অভিযানে ২৬টি অবৈধ হাসপাতালে ও ক্লিনিক বন্ধ করা হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র যায়, গত ৪ কার্যদিবসে কুমিল্লা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালনায় সদর উপজেলায় ৭টি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ লাইসেন্সবিহীন হাসপাতালগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে সংশোধনের জন্য সতর্ক করেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে তিতাস উপজেলায় নানা অনিয়মের অভিযোগে চার হাসপাতাল ও ক্লিনিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এর কয়েক দিন আগেই নগরীর পুপলার হসপিটালসহ দুই ক্লিনিকে জরিমানা করা হয়।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান জানান, আমরা জেলার প্রতিটি উপজেলার অবৈধ হসপিটাল ও ক্লিনিকগুলো অভিযান চালাচ্ছি, কিছু হাসপাতাল অবৈধ, তাই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অপর প্রতিষ্ঠানগুলো আবেদন করে লাইসেন্স হাতে না পেয়েই কার্যক্রম পরিচালনা বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার ৭ প্রতিষ্ঠানকে লাইসেন্সের শর্তপূরণ না করা পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন আমাদের অভিযান চলমান রয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় কুমিল্লায় পরিচালিত অভিযানে ২৬টি হাসপাতাল-ল্যাব ও থেরাপি সেন্টার বন্ধ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ হাসপাতাল-ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রের তালিকাও তৈরি করা হয়েছে। তালিকা দেখে প্রতিটি উপজেলা অভিযান পরিচালনা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি