বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হুথিদের ড্রোন হামলা ব্যর্থ করে দিলো যুক্তরাজ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০২৪


ডেস্ক রিপোর্ট:

লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দফায় দফায় পাল্টা হামলার পরও তাদের আক্রমণ বন্ধ হয়নি।

এমন অবস্থায় যুক্তরাজ্য বলেছে, তারা লোহিত সাগরে হুথিদের ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে। মূলত হামলা চালাতে আসা হুথিদের একটি ড্রোনকে যুদ্ধজাহাজ থেকে গুলি করে ভূপাতিত করে ব্রিটেন।

রোববার (২৮ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ যুদ্ধ জাহাজ লোহিত সাগরে জাহাজকে লক্ষ্য করে হামলা চালাতে আসা একটি হুথি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এইচএমএস ডায়মন্ড গত শনিবার ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে এবং এতে কোনও আহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী লোহিত সাগরের বাণিজ্য রুট দিয়ে যাতায়াতকারী ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত জাহাজগুলোকে প্রায়ই লক্ষ্যবস্তু করছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, এসব হামলার পরও ‘নির্ভীক’ রয়ে গেছে যুক্তরাজ্য।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্ট তিনি ইয়েমেন-ভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীর সর্বশেষ আক্রমণকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন: ‘নিরপরাধ মানুষের জীবন এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের প্রতিশ্রুতি একেবারেই অটুট রয়েছে।’

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার বিবৃতিতে বলেছে: ‘এই অসহনীয় এবং অবৈধ কর্মকাণ্ড সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করা আমাদের কর্তব্য।’

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, গত ডিসেম্বরের পর থেকে এইচএমএস ডায়মন্ড এ নিয়ে তৃতীয়বার হামলা ব্যর্থ করে দিলো। এর আগে প্রথমবার গত ১৬ ডিসেম্বর এবং দ্বিতীয়বার গত ৯ জানুয়ারি হুথিদের হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল এইচএমএস ডায়মন্ড।

এর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে যৌথ বিমান হামলা চালায়। ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের এটি ছিল অষ্টম হামলা। আর গত ১১ জানুয়ারি যৌথ হামলা চালানোর পর এটি মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্যের ছিল দ্বিতীয় যৌথ অভিযান।

এছাড়া গত শুক্রবার ইয়েমেনের এডেন উপসাগরে ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারী এক বিবৃতিতে সেদিন বলেন, ‘আঘাতটি ছিল সরাসরি এবং ওই আঘাতের জেরে জাহাজটিতে আগুন লেগে যায়।’

ফরাসি, ভারতীয় এবং মার্কিন নৌবাহিনী জাহাজটিকে সহায়তা দেওয়ার পরে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এছাড়া কোনও ক্রু আহত হননি ওই ঘটনায়। হুথিরা বলেছে, ‘আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের’ প্রতিক্রিয়া হিসাবে জাহাজটিতে তারা হামলা করেছে।

প্রসঙ্গত, ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গত প্রায় তিন মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী জানিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে।

এর মাঝেই হুথিদের সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

হুথিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদি নামের উপ-সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী। বেশিরভাগ ইয়েমেনি হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে। পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুথিরা লোহিত সাগরের উপকূলরেখাও নিয়ন্ত্রণ করে থাকে।

আর ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার সন্দেহে সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক জাহাজগুলোতে হুথিদের এসব হামলা লোহিত সাগরে উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি