শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় স্বর্ণ ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০২৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় স্বর্ণ ডাকাতির ঘটনায় র‍‍্যাবের অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍‍্যাব ১১-এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান। তিনি জানান, ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে গত ২৩ জানুয়ারি জেলার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে কয়েকটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে।

র‍‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ঢাকার কদমতলী দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত বরিশালের বদুল্লা এলাকার বশির মোল্লা, বাবু মোল্লা, মাদারিপুরের থানতলী এলাকার সাইদুর চোকদার, পটুয়াখালীর পাগলা এলাকার মিজানুর হাওলাদার ও ফরিদপুরের গুনবহা এলাকার মো. মাহাদী হাসান ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার পাঁচজন জানিয়েছেন, ঘটনার দিন তারা আগে থেকেই বাজারে অবস্থান করেন। রাতে বাজারে লোকজন কমতে থাকলে তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি