মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নোবিপ্রবি ছাত্রলীগের প্রকৌশল অনুষদের দায়িত্বে সাদ্দাম, রাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০২৪

মো: নওফেল আলম, নোবিপ্রবি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের অন্তর্গত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাদ্দাম হোসেন সুমন এবং মাহবুব আল হোসেন রাফি।

আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখার সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ সাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন সুমন বলেন,প্রথমেই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইকে। তাদের সুনিপুণ নেতৃত্বেই নোবিপ্রবির ১৮ বছরের ইতিহাসে প্রথম বারের মতো আলোর মুখ দেখলো হল ও ফ্যাকাল্টি কমিটি।

প্রতিষ্ঠাকালীন কমিটির এই কঠিন চ্যালেঞ্জে আপনাদের সবার দোয়া প্রত্যাশী। নোবিপ্রবি ছাত্রলীগ, সারা বাংলাদেশের অন্যতম আলোচিত ইউনিট। তারই ধারাবাহিকতায় আমরা প্রকৌশল অনুষদ ছাত্রলীগকে নোবিপ্রবি ছাত্রলীগের একটি শক্তিশালী, স্মার্ট ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই। তাছাড়া প্রকৌশল অনুষদের সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করছি।

সাধারণ সম্পাক মাহবুব আল হোসেন রাফি বলেন, ছাত্রলীগের কর্মী হওয়া গৌরবের, নেতা হওয়া সৌভাগ্যের। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব নাঈম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাহিদ হাসান শুভ ভাইকে।

প্রতিষ্ঠাকালীন কমিটি হিসেবে এই দায়িত্বের ভার অনেক বেশী। আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকে বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে পাশে থাকব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি