শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২৪


উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্তবর্তী এলাকা শশীদল রেলস্টেশনে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ও বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজি, কসমেটিকস, মেহেদী ও চকলেটসহ বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৫ লাখ ১২ হাজার ৬৫৮ টাকা।

এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এ ছাড়াও শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

জানা যায়, গত মঙ্গলবার ও বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেলস্টেশন এলাকা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসা বিভিন্ন প্রকার বিদেশি পণ্য জব্দ করা হয়। পরে এসব জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ জানান, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে শশীদল রেলস্টেশন এলাকায় পরপর দুদিন অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ বিদেশি অবৈধ কসমেটিকস ও পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি