শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খেলাধুলার প্রসার ঘটানোর মাধ্যমে সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গড়তে চাই : ইঞ্জিঃ আবদুস সবুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০২৪

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে। খেলাধুলা মানুষের মনকেই শুধু ভালো রাখে না, স্বাস্থ্যও ভালো রাখে। খেলাধুলার প্রসার ঘটানোর মাধ্যমে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে চাই।

শনিবার (৩ ফেব্রুয়ারি) তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লে. জেনারেল মো. মাইনুল ইসলাম।

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এমনকি উপজেলা পর্যায়েও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করেছেন।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, নিরাপদ দাউদকান্দি, নিরাপদ তিতাস, উন্নত দাউদকান্দি, উন্নত তিতাস, স্মার্ট দাউদকান্দি, স্মার্ট তিতাস গড়তে চাই। আমরা চাই সবাইতে নিয়ে দাউদকান্দি-তিতাসকে সারা দেশের মধ্যে মডেল উপজেলা গড়তে চাই। এজন্য তরুণদের কাজ করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি