মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নিতে দেশটির সরকার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে মন্ত্রণালয়ে ব্রাসেলস সফরসহ চলমান বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান মন্ত্রী।
সীমান্ত সুরক্ষিত আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে আমাদের দুই পক্ষের মধ্যেই কথা হয়েছে। তাদের আকাশপথে না নদী পথে ফিরিয়ে নেওয়া হবে সে বিষয়ে আলোচনা চলছে।
বিজিপি সদস্যরা যদি ফিরে যেতে না চায়- এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, তারা অবশ্যই যেতে চায়। এ জন্যই আমাদের মধ্যে আলোচনা চলছে। তারা যেহেতু পালিয়ে এসেছে, আমরা তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নিয়ে যেতে চায়। এ বিষয়ে দু’পাশ থেকেই যোগাযোগ চলমান।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত রেজিস্টার্ড ৯৫ জন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে। আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের মধ্যে যারা আহত রয়েছে তাদের কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চলমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ বা অন্য কারও সহযোগিতা চাওয়া হবে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কথা চলমান বিধায় এখনো জাতিসংঘসহ অন্যান্য সংস্থাকে যুক্ত করার অবস্থা নেই।