কুমিল্লা বুড়িচং উপজেলায় ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও বুড়িচং উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান উক্ত পরিচালনা করা হয়।
বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এসময় ব্রাহ্মণপাড়ার মেসার্স আজাদ ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস।
এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন বুড়িচং থানা পুলিশ।