বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কত টাকার মালিক অমিতাভ-জয়া?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০২৪


ডেস্ক রিপোর্ট:

সমাজবাদী পার্টির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ৭৫ বছরের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। টানা পঞ্চমবারের মতো সাংসদ হিসেবে জয়াকে দল পুনরায় মনোনয়ন দিয়েছেন।

সম্প্রতি ওই অভিনেত্রী মনোনয়নপত্রও জমা দিয়েছেন। একইসঙ্গে তার ও স্বামী অমিতাভের সম্পত্তির পরিমাণ কত তা জানিয়েছেন নির্বাচনী হলফনামায়। ওই অভিনেতা-অভিনেত্রীর সম্পত্তির পরিমাণের হিসাব জানলে ভক্তকুলসহ অনেকেই চমকে যেতে পারেন।
সাংসদ হিসেবে পাওয়া বেতন, অভিনয়ের পারিশ্রমিকের আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন জয়া। তাতে তার ৪০ কোটি ৯৭ লাখ রুপির গয়না আছে বলে উল্লেখ করেছেন। এছাড়া নয় লাখ ৮২ হাজার রুপিতে কেনা একটি গাড়ি রয়েছে তার।

অমিতাভ ও জয়া, দুইজনের স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৮৫০ কোটি টাকা। অন্যদিকে তাদের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭২৯ কোটি ৭৭ লাখ টাকার। জয়ার ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ১০ কোটি টাকার বেশি অর্থ। অন্যদিকে অমিতাভের ক্ষেত্রে সেই অর্থের পরিমাণ ১২০ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৮৩ টাকা।

ওই দম্পতির সম্মিলিত সম্পত্তির পরিমাণ হচ্ছে প্রায় ১৫৭৮ কোটি টাকা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ৯৮৩ কোটি টাকা।

বচ্চন পরিবারের জাঁকালো জীবনযাত্রা কারও অজানা নয়। সেখানে আরেকটি হিসাবও পাওয়া যাচ্ছে। জয়ার ব্যক্তিগত গয়নার মূল্য ৪০ কোটি ৯৭ লাখ টাকা। এছাড়াও তার একটি ৯ লাখ ৮২ হাজার টাকা দামের গাড়ি রয়েছে। অন্যদিকে অমিতাভের স্বর্ণের মোট মূল্য ৫৪ কোটি ৭৭ লাখ টাকা। অমিতাভের ব্যক্তিগত সংগ্রহে মোট ১৬টি গাড়ি রয়েছে। এর মধ্যে দুইটি মার্সিডিজ় ও একটি রোলস রয়েস গাড়ি, যার বাজারদর ১৭ কোটি ৬৬ লাখ টাকা।

চলতি মাসে ২৭ তারিখে রাজ্যসভার নির্বাচন। ১৫টি রাজ্যের জন্য বরাদ্দ ৫৬টি আসন। জয়া ছাড়াও দলের পক্ষে রাজ্যসভার নির্বাচনের জন্য সাবেক সাংসদ রামজিলাল সুমন ও অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অলোক রঞ্জনের নাম ঘোষণা করা হয়েছে।

১৯৭৩ সালের ৩ জুন অমিতাভ বচ্চন ও জয়ার বিয়ে হয়। তারা একসঙ্গে প্রথম কাজ করেন হৃষিকেশ মুখার্জির ‘গুড্ডি’-তে। জয়াই আগে প্রেমে পড়েছিলেন অমিতাভের। এরপর ‘এক নজর’র সেটে অমিতাভেরও ভালো লেগে যায় তাকে। ‘জঞ্জির’ ছবিতে কাজ করার সময় বিয়ে করেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি