শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে প্রতিবাদস্বরূপ গণ ইফতারের আয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০২৪

আতিকুর রহমান তনয়, কুবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রোজার মাসে ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এই বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে গণ ইফতারের আয়োজন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই গণ-ইফতারের আয়োজন করা হয়।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হল এবং মেস থেকে ইফতারের সামগ্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জড় হন। ইফতারের সময় শুরু হবার পর মাঠেই সকলে মিলে একত্রে ইফতার করেন।

গণ-ইফতারের বিষয়ে গণিত বিভাগের মো. হান্নান রহিম বলেন, “শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ইফতার পার্টির নিষেধাজ্ঞার প্রতিবাদে আজকের গণ ইফতার কর্মসূচি। বিভিন্ন সময় দেখা যায় মুসলিমদের আবেগের জায়গাগুলো নিয়ে বেফাস মন্তব্য করা হয়। যা মুসলিম সমাজ কখনো মেনে নেবে না। এমন সব ব্যক্তিদের প্রতি অনুরোধ মুসলিমদের অনুভূতিতে আঘাত দেয়া হয় এরূপ জঘন্য বিষয় থেকে আপনারা বিরত থাকবেন।”

উল্লেখ্য, গত রোববার ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই গত সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি