সোমবার,১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


আমির খান যে কারণে সিনেমার প্রযোজনা শুরু করেছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০২৪


ডেস্ক রিপোর্ট:

বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ‘ফেভারিটিজম’ ও ‘নেপোটিজম’ শব্দ দু’টি। এই প্রসঙ্গে মুখ খুলেছেন অনেক তারকাই। এর সঙ্গে লড়াই করতে হয়েছে ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতাকেও। বিভিন্ন সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তারা। শোনা যায়, এই ইন্ডাস্ট্রিতে বেশ লড়াই করেই দাঁড়াতে হয় নবাগতদের। আবার সুযোগও পান না অনেকে। তবে এবার ইন্ডাস্ট্রির নতুন প্রতিভাদের নিয়ে কথা বললেন আমির খান। সম্প্রতি একটি লাইভে এসে তরুণ ও নতুন প্রতিভাদের নিয়ে কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির খান সোশ্যাল মিডিয়া লাইভে এসে জানান, উদীয়মান অভিনেতাদের সুযোগ করে দিতেই প্রযোজনায় নেমেছেন তিনি। তার প্রযোজনায় নাম লেখানোর মূল কারণই ছিল নতুন প্রজন্মকে প্রতিশ্রুতি দেওয়া। বিষয়টি প্রমাণও করেছেন তিনি। একেবারে নবাগতদের দিয়েই তৈরি হয়েছে তার ছবি ‘লাপাতা লেডিস’।

তার সাম্প্রতিক প্রযোজনা, লাপাতা লেডিসের জনপ্রিয়তা সত্যিই নজর কেড়েছে সবার। গর্বের সঙ্গে তিন নবাগত প্রতিভা নীতনশি গোয়েল, প্রতিভা রান্তা ও স্পর্শ শ্রীবাস্তবকে সবার সামনে তুলে ধরেন এই সুপারস্টার।

লাপাতা লেডিসের সাফল্য সত্যিই আমির খানের নতুন প্রতিভাদের বিকাশের প্রতিশ্রুতির প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

আমির খান তার আসন্ন প্রকল্পগুলো সম্পর্কে কথা বলতে গিয়ে ‘সীতারে জমিন পর’ নিয়েও আলোচনা করেন। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পেতে পারে তার এই সিনেমা। এই সিনেমা দর্শককে অত্যন্ত বিনোদন দেবে এমনই জানিয়েছেন তিনি। সীতারে জমিনের কথা বলতে গিয়ে হৃদয়স্পর্শী সিনেমা ‘তারে জমিন পর’য়ের কথাও তুলে ধরেছেন আমির।

এছাড়া, মুক্তি পেতে চলেছে আমিরের প্রযোজনার আরও একটি সিনেমা ‘লাহোর ১৯৪৭’। এই সিনেমায় আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সানি দেওল ও রাজকুমার সন্তোষীকে। এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রের একটি যুগান্তকারী সৃষ্টি হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি