শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাফায় হামলা চালালে চরম ভুল করবে ইসরায়েল: যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্তে ইসরায়ের হামলার চালালে চরম ভুল করবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি বলেন, রাফায় যেকোনো রকম বড় সামরিক অভিযান চালালে ভুল করবে ইসরায়েল।

রাফা হলো, গাজার সঙ্গে মিসরের সীমান্ত। এতদিন এই সীমান্ত দিয়ে গাজায়মানবিক সাহায্য পাঠানো হচ্ছিল। নেতানিয়াহু বলেছেন, ওই সীমান্ত দিয়ে কেউ চাইলে গাজার বাইরে চলে যেতে পারেন। চাইলে উত্তর গাজায় যাওয়া যেতে পারে। কারণ, এবার ইসরায়েলের বাহিনী রাফায় অভিযান চালাবে।

এরপর থেকে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির ডাক জোরালো হতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছিলেন, রাফায় অভিযান চালানো ভুল হবে ইসরায়েলের। হোয়াইট হাউস বলছে, রাফায় স্থল অভিযান গাজায় চলমান মানবিক সংকটকে আরও জোরালো করবে।

আর গতকাল কামাল হ্যারিস বলেছেন, তিনি মানচিত্র ভালোমতো পর্যবেক্ষণ করেছেন। গাজাবাসীর আর কোথাও যাওয়ার জায়গা নেই। তিনি বলেন, দআমরা ১৫ লাখ মানুষের কথা ভাবছি, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, দআমরা বারবার বলে আসছি। ফিলিস্তিনের অনেক নিরাপরাধ মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের একই মর্যাদা ও নিরাপত্তা থাকা উচিত। ‘

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েণি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি