বৃহস্পতিবার,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


মহান স্বাধীনতা দিবসে নোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০২৪

মো:- নওফেল আলম, নোবিপ্রবি প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি ) সাংবাদিক সমিতি।

মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের এ সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আবদুল কবীর ফারহান, সাধারণ সম্পাদক সাখাওয়াত আহমেদ ফাহিম,সাবেক সভাপতি আব্দুর রহিম,সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান, দপ্তর সম্পাদক ইমাম হোসেন মিয়াজী, অর্থ সম্পাদক ফাহাদ হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.রিয়াদুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবিসাস এর সদস্য মো.দেলোয়ার হোসেন ও মো.নিয়াজ উদ্দিন।

শ্রদ্ধা নিবেদন শেষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি