মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ঈদ উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে কুমিল্লা নগরীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২৪

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লা নগরীতে দেড় হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশন।

বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি সহ নানাবিধ কৃত্রিম সংকট দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যহত করেছে।

সাধারণ মানুষের বিপদে দেশব্যাপী অসহায় ও দুস্হ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে শুক্রবার (৫ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের দিকনির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে নগরীর টিক্কাচর কবরস্হান ও চানপুর এলাকায় সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে দেড় হাজার দুস্থ এবং অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দকে সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য ত্রান সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, আটা, ডাল, তেল, চিনি, সেমাই প্রদান করা হয়েছে।

ইতোমধ্যে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুমিল্লা বিমানবন্দর, ফেনী বিমানবন্দর, কালিবাজার, অলিপুর ও কুমিল্লা শহরের সাড়ে তিন হাজারের বেশী পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি