শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সম্মাননা পেলেন ৭ সংবাদকর্মী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০২৪

স্টাফ রিপোর্টার:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৭ জন প্রবীণ ও নবীন সংবাদকর্মী।

শুক্রবার (৩ মে) কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত ৭ সংবাদকর্মী হলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন ও সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন। এই ৭ জন সংবাদকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান সংবাদকর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি লুৎফুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। এছাড়া আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন। কুরআন তেলওয়াত করেন আব্দুল আউয়াল।

সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন , সদস্য জামাল উদ্দিন দামাল, যুগান্তরের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার , কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, রবিউল বাশার , সাফি, শ্যামল বড়ুয়া, আলমগীর, দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, হাবিবুর রহমান মুন্না, মোস্তাফিজ, সোহাগ মিয়াজী, ওমর শরীফ বিধানসহ আরো অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি