রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ


নারায়ণগঞ্জে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০২৪

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাল ভোট দেওয়ায় নাঈম নামে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি মো. গোলাম মোস্তফা। বুধবার বিকালে উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থী এম এ রশীদের পক্ষে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্ট নারায়ণগঞ্জের বন্দরের আসাদ মিয়ার ছেলে নাঈম ওরফে ওমর ফারুকে আটক করে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মামুন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লা এ সাজা প্রদান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি