সোমবার,১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


ডাকাতিয়া নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০২৪


ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রায়হান কবির (১২) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

২১ ঘণ্টা পর শনিবার দুপুর ১টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

রায়হান চাঁদপুর শহরের আলিমপাড়ার মো. লোকমান হোসেনের ছেলে। সে নতুনবাজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ-ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের নতুনবাজার লন্ডনঘাট এলাকায় গোসল করতে গিয়ে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয় রায়হান। খবর পেয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে চেষ্টা চালানোর পর রায়হানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি