ডেস্ক রিপোর্ট:
কোটাবিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় ও ফেসবুকে এ বিষয়ে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সংগঠন থেকে একযোগে ২২ জন পদত্যাগ করেছেন। আজ শনিবার বিকেলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
মোশাররফ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগের ডিবেটিং ক্লাবের মডারেটর ও একই বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন তাকে এ বহিষ্কারের নির্দেশনা দেন।
বহিষ্কারের বার্তায় জামাল উদ্দীন বলেন, বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক পদ থেকে মোশররফকে অব্যাহতি দেওয়া হলো। নতুন সাধারণ সম্পাদক সারাফ আফ্রা মৌ।
বহিষ্কারের বিষয়ে মোশাররফ হোসাইন বলেন, ‘আমি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় আমাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই সংগঠনের মডারেটর ড. আ ক ম জামাল উদ্দিন স্যার একতরফাভাবে কোনো নিয়মের তোয়াক্কা না করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আদালত অবমাননার কথা বলে আমার নামে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমি এসব হুমকি এবং বহিষ্কার আদেশের কারণে একটুও বিচলিত বা ভীত নই। আমি এবং আমরা সহযোদ্ধারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাব।’