সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বংশাল মোড় ও আরুবাজার মোড়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তা উপেক্ষা করে গুলিস্তানের দিকে অগ্রসর হন তারা।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলমান কোটাবিরোধী আন্দোলনে সামিল হয়েছেন জবি শিক্ষার্থীরা। এর আগেও কোটা বাতিলে চার দফা দাবি পুরান ঢাকা এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা।
সেই ধারাবাহিকতায় আজ দুপুর থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেন জবি শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতেই থাকবে। আর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাব।