বৃহস্পতিবার,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চাইলে যেকোনো দেশ থেকে পেঁয়াজ ও আলু আমদানি করতে পারেন: বাণিজ্য প্রতিমন্ত্রী


চাইলে যেকোনো দেশ থেকে পেঁয়াজ ও আলু আমদানি করতে পারেন: বাণিজ্য প্রতিমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০২৪

ডেস্ক রিপোর্ট:

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আলু ও পেঁয়াজের আমদানিতে আইপি অনুমোদন দেওয়া হয়েছে। আমদানিকারক এখন যেকোনো দেশ থেকে চাইলেই পেঁয়াজ ও আলু আমদানি করতে পারবেন। সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। ভারতীয় পেঁয়াজ আসলে দাম কমে যাবে। পাশাপাশি ভোজ্যতেলের জন্য ব্রাজিলের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে ১৮টি জেলায় অতিবৃষ্টি হচ্ছে। এতে অনেক ফসলের জমি তলিয়ে গেছে। এতে কাঁচা মরিচসহ সবজির দাম বেড়েছে। এ মূল্য বৃদ্ধি সাময়িক। গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি। মজুতদারি করে কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের গার্মেন্টস খাতে নির্ভরশীলতা কমিয়ে কৃষি ও চামড়া খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘রপ্তানি বাণিজ্যসহ সরকারের সব কর্মকাণ্ডের লক্ষ্য দেশের বেকারত্ব দূর করা। এ জন্য শুধু গার্মেন্টস খাতের ওপর নির্ভর করলে চলবে না।

তাই দেশের গার্মেন্টস খাতে নির্ভরশীলতা কমিয়ে কৃষি ও চামড়া খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময়ে রপ্তানি বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি