ডেস্ক রিপোর্ট:
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে তিনি জামিনে মুক্তি পান। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। কাশিমপুর কারাগার থেকে মুক্তির আগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত জামিনের আদেশ দেন।
এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘শেখ হাসিনা নাকি পালিয়ে যান না, ঠিকই তো গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। এর মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আজ আমি কারাগার থেকে মুক্ত হয়ে সেই মুক্ত বাংলাদেশে স্বস্তির নি:শ্বাস ফেলতে পারছি। এ জন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত দেড় যুগ ধরে গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন করে আসছি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সেই পথে হাটবে বলে আমরা বিশ্বাস করি।’
কোটা সংস্কার আন্দোলন চলাকালে রায়েরবাজারের বাসা থেকে বিটিভি ভবনে হামলার ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলায় অসুস্থ নিপুণকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।