স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেনের বাড়িঘর ভাংচুর, মালামাল লুট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
৫ আগষ্ট ছাত্র-বৈষম্য আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পরপরই ওই দিনই বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িঘর, ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন জানান, ৫ আগস্ট বিএনপি-জামায়াতের একদল সন্ত্রাসী আমার ইউনিয়ন পরিষদের অফিস কক্ষসহ মেইন ফটক ভাঙচুর-অগ্নি সংযোগ ও লুট করে। পরে তাঁরা আমার গ্রামের বাড়িতে ব্যাপকভাবে ভাঙচুর-লুট করে নিয়ে যায়। তিনি আরোও বলেন, আমি কাশিনগর ইউনিয়ন থেকে ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি । দলমতের বাইরে আমি সকল গ্রামে উন্নয়ন করেছি। ইউনিয়ন বাসীর পাশে সুখে দুঃখে সব সময়ে ছায়ার মতো থেকে সেবা দিয়েছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের অর্থায়নে অবহেলিত একটি ইউনিয়ন পরিষদকে আলোকিত করেছি। তারা সমস্ত ইউনিয়ন পরিষদটিকে ভাংচুর-লুট করে শেষ করে দিয়েছে এবং আমার বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাট করেছে । আমি এর বিচারের দাবী জানাই।