ডেস্ক রিপোর্ট:
নোয়াখালী সদরে ডাকাতির অভিযোগে তিন যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান হাফিজ অভিযুক্তদের এ দণ্ড প্রদান করেন।
এর আগে শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে আন্ডারচর গ্রাম থেকে তাদের আটক করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাইনিজ কুড়াল পাওয়া যায়।
সুধারাম থানা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নাসির বলেন, ডাকাতির অভিযোগ পেয়ে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের দুটি টহলদল অভিযান চালিয়ে কুড়ালসহ রাসেল, নুরুদ্দিন ও তারেক নামে তিনজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১টার দিকে আন্ডারচর গ্রামে ১৫-২০ জনের একটি ডাকাত দল হামলা করে। পরে খবর পেয়ে স্থানীয় জনতার সহযোগিতায় ধাওয়া করে তিনজন আটক করে সেনাবাহিনী।