বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্রমান্বয়ে প্লাবিত হচ্ছে বুড়িচং, পানিবন্দি রয়েছে প্রায় আড়াই লাখ মানুষ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০২৪


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বৃষ্টি না হলেও গোমতী নদীর ভাঙনের পর ক্রমান্বয়ে প্লাবিত হচ্ছে বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রাম। বসতি ছেড়ে মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে। পানিবন্দি রয়েছে প্রায় আড়াই লাখ মানুষ। তাদের কাজ করছে ফায়ার সার্ভিস, বিভিন্ন রাজনৈতিক কর্মীসহ সামাজিক সংগঠন।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত নতুন করে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম, লড়িবাগ, বারেশ্বর এবং শংকুচাইলসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানায়, বুড়বুড়িয়া এলাকার গোমতী বাঁধ ধসে পড়ার পর থেকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বসতি ছেড়ে মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততোই ভয়াবহ রূপ নিচ্ছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম, লড়িবাগ, বারেশ্বর এবং শংকুচাইলসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিদ্যুৎ না থাকা ও খাদ্য সংকটে চরম আকার ধারণ করেছে সাধারণ মানুষের দুর্ভোগ। পানিবন্দি এসব মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিপর্যায়ে অনেকে এগিয়ে আসলেও নৌকা বা স্পিডবোট না থাকায় বঞ্চিত হচ্ছেন অনেকেই। কেউ অনাহারে আবার কেউবা অর্ধাহারে রয়েছেন।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজারে কথা হয় জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে তার এক বন্ধু এক ট্রাক ত্রাণ পাঠিয়েছেন। কিন্তু নৌকা না থাকায় সকাল থেকে দুর্ভোগে ত্রাণ দেয়া সম্ভব হচ্ছে না। যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, আমরা তাদের কাছে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দিতে চাই।

বুড়িচং উপজেলার নিমসার থেকে আসা ওমর ফারুক নামে এক ব্যবসায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে ভ্যানে করে নিয়ে এসেছেন বিস্কুট ও কলাসহ শুকনো খাবার। তিনি বলেন, আমার সাধ্যমতো দুর্গত মানুষদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। গতকালও দিয়েছি আজও দিচ্ছি। দ্রুত যেন বন্যাকবলিত এলাকার মানুষগুলো স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে এটাই আমার চাওয়া।

এদিকে গত দুদিনে বন্যার পানি বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে থাকলেও এবার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিস্তৃতি ছড়িয়ে পড়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। অনেক স্থানে নেই মোবাইল নেটওয়ার্ক। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি