বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার দুই দিন আগে কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার, তার জ্যেষ্ঠ কন্যা সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা ও জামাতা সাইফুল আলম রনি ওরফে জামাই রনি সহ ৩৭৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাতে কুমিল্লা শহরতলীর আড়াইওড়া এলাকার এক আহত শিক্ষার্থীর বাবা আফসার আবদুল আজিজ বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবিতে এখন সারাদেশ উত্তাল তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে গত ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্স এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে দায়ের করা মামলায় সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার, সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সাইফুল আলম রনি ওরফে জামাই রনি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের বেশ কজন কাউন্সিলর সহ ৩৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২০ জনকে আসামী করা হয়।