আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিহার, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় রাজ্য দুটি থেকে পানি ছাড়ার কারণে চাপ বাড়ছে ফারাক্কা বাঁধে। এর ফলে আজ সোমবার ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের খবরে বলা হয়, ফারাক্কা বাঁধ প্রকল্পের পানি বিপৎসীমা অতিক্রম করায় পানি ছাড়ার পরিমাণও বাড়ছে। যদিও বাকি সময়ে ‘আপ স্ট্রিমে’ পানি যেমন থাকে সেই অনুযায়ী ‘ডাউন স্ট্রিম’ পানি ছাড়া হয়। গঙ্গার পানির স্তর বৃদ্ধি হতেই ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।
ফারাক্কা বাঁধ প্রকল্প সুত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় এবং ফারাক্কা বাঁধ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি হতেই সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে। বাঁধে যে পরিমাণ পানি আসছে, তা ছেড়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ৭৭ দশমিক ৩৪ ডেঞ্জার লেভেল অতিক্রম করেছে পানির স্তর।
ফারাক্কা বাঁধে পানি ধরে রাখার ক্ষমতা নেই, ফলে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। পানি না ছাড়া হলে ফারাক্কা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এর আগে ভারত ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে বন্যা হয়েছে। ফারাক্কা বাঁধ থেকে অতিরিক্ত পানি আসলে পদ্মার তীরবর্তী অঞ্চলে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।