বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: কুমিল্লায় মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০২৪


স্টাফ রিপোর্টার:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। যদি কোনো ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করার চেষ্টা করে, তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তাকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। বিভেদ সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন সরকার মাত্র ২০-২২ দিন হলো দায়িত্ব নিয়েছে। আমরা তাদের সময় দিতে চাই, যাতে তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি এবং আশা করি তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ আরও অনেক নেতা-কর্মী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি