বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ সাড়ে ৬২ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০২৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে প্রায় ২ হাজার ১০০টি পুকুর ও দিঘি প্লাবিত হয়ে মৎস্য চাষিদের স্বপ্ন ভেসে গেছে। উপজেলা মৎস্য অফিসের প্রতিবেদন অনুযায়ী, এই বিপর্যয়ে মৎস্য চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

মৎস্য চাষিরা জানিয়েছেন, অধিকাংশ মৎস্য চাষি ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে অথবা আত্মীয়স্বজন থেকে ধার করে এই ব্যবসা পরিচালনা করছিলেন। তবে হঠাৎ এই ভয়াবহ বন্যা তাদের সব কিছুই হারিয়ে দিয়েছে।

মায়ের দোয়া মৎস্য খামারের মালিক আবু তাহের বলেছেন, “বন্যার পানিতে আমার প্রায় ৯০ লাখ টাকার মাছ ভেসে গেছে। ব্যাংক লোন করে প্রায় দুই কোটি টাকা মাছ চাষে ব্যয় করেছি। এ বন্যা সবকিছু কেড়ে নিয়েছে। এখন ব্যাংক লোন শোধ করার কোনো উপায় পাচ্ছি না।”

মৎস্য চাষি মাহফুজ বলেন, “মাছ চাষের পাশাপাশি মাছের খাদ্য ব্যবসা করছিলাম। এলাকার অনেক মাছ চাষির পুকুর-দিঘি পানিতে ভেসে গেছে। এরা এখন আমার পাওনা টাকা কীভাবে শোধ করবে, সেটা নিয়ে আমি খুব হতাশ। সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করে, তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব।”

মৎস্য চাষি জালাল পাটোয়ারী জানান, “বন্যায় আমার প্রায় দেড় কোটি টাকার মাছ ভেসে গেছে। মাছ চাষে আমার সব অর্থ ব্যয় করেছি এবং আত্মীয়স্বজনদের থেকে ২০ লাখ টাকা ধার নিয়েছি। এ বন্যা সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। ভবিষ্যতে আবার ঘুরে দাঁড়াতে পারব কি না, তা আল্লাহ ভালো জানেন।”

উপজেলা মৎস্য অফিসার শেফাউল আলম জানিয়েছেন, বন্যার ফলে মৎস্য চাষি ও খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ হাজার ১০০টি পুকুর প্লাবিত হয়েছে। এসব জলাশয়ের মোট আয়তন ১৮৩৫ হেক্টর। জলাশয় থেকে ২৬০০ মেট্রিক টন মাছ ও ৪৫০ মেট্রিক টন পোনা মাছ ভেসে গেছে, যার ফলে মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে ৬২ কোটি ৫০ লাখ টাকা। মৎস্য চাষিদের ক্ষতি নিরসনে মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি