রায়পুরে মাদকসেবনের টাকার জন্য মাকে ঘরে বেঁধে আগুন দিল ছেলে
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকসেবনের টাকার জন্য নিজের মাকে ঘরে বেঁধে আগুন লাগিয়ে পালিয়ে গেছেন মাদকাসক্ত ছেলে জাবেদ হোসেন (২৭)। এ ঘটনায় মা ওহিদা বেগম (৫৮) রবিবার রাতে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে মাদকের জন্য মায়ের সঙ্গে প্রায়শই ঝগড়ায় লিপ্ত হওয়া জাবেদের সঙ্গে। দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে পরিবারটি তার অত্যাচার সহ্য করে আসছে।
শনিবার রাতেও টাকার জন্য মায়ের সঙ্গে মারাত্মক ঝগড়া করেন জাবেদ, যা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এর ধারাবাহিকতায় রবিবার মাকে হাত-পা বেঁধে ঘরে আগুন লাগিয়ে দেন তিনি। মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের সাহায্য চাওয়া হলেও তারা পৌঁছানোর আগেই আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে যায়।
জাবেদের বোন কামরুন নাহার বলেন, “আমার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে ঘরে আগুন লাগিয়েছে, আমরা এর ন্যায়বিচার চাই। তার জন্য আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
মা ওহিদা বেগম বলেন, “স্বামীর শেষ সম্বল শেষ করে দিয়েছে আমার ছেলে। প্রতিদিনই মাদকের জন্য আমাকে মারধর করে। তবুও আমি চাই সে সুস্থ হোক, কিন্তু তার জন্য বিচারও চাই।”
রায়পুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”